শ্রীমঙ্গল ভৈরবগন্জবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বাহুবল থানার এসআই নিহত

    2
    285

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০২ সেপ্টেম্বর  : আজ দুপুরে মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগন্জবাজার  এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মনতোষ দত্ত সবুজ (৪৬) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত সবুজ হবিগঞ্জ জেলার বাহুবল থানায় কর্মরত ছিলেন। নিহত এস আই কমলগঞ্জের চৈত্রঘাট গ্রামের মহাদেব দত্তের ছেলে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল যোগে এস,আই মনতোষ দত্ত সবুজ শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন ? শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের ভৈরবগন্জবাজার এলাকা অতিক্রমকালে একটি অটোরিকশা (সি এন জি) পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ভৈরবগন্জবাজার এলাকার স্থানীয় লোকেরা  আহত মনতোষ দত্ত সবুজকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার  সদর হাসপাতালে পরে সিলেট এম, এ, জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।