শ্রীমঙ্গল নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাদ্রী একাডেমী

0
217
শ্রীমঙ্গল নবাগত ইউএনও'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাদ্রী একাডেমী
শ্রীমঙ্গল নবাগত ইউএনও'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাদ্রী একাডেমী

জহিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল নবাগত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন শ্রীমঙ্গল সাদ্রী একাডেমীর নৃত্য শিল্পীরা।

গতকাল ১৬ মে সোমবার দুপুর ১ টায় শ্রীমঙ্গল ক্ষুদ্র – নিগোষ্ঠীর টিপরা, গারো, চা বাগানের মেধাবী ও প্রতিভা সম্পূর্ণ মেয়েদের নিয়ে গঠিত সাদ্রী একাডেমীর নৃত্য শিল্পীরা ও শিক্ষার্থীরা নবাগত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সাথে সৌজন্যে সাক্ষাৎকার করেন।

এ সময় তিনি বলেন,আমি নিজেও সাংস্কৃতিক কর্মী আমি বুঝি সাংস্কৃতিক কর্মীরা খুব কষ্ট করে। আমার মাধ্যমে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অঙ্গনে কোন বিষয়ে সহযোগিতা লাগলে তিনিকে জানাতে বললেন এবং যে কোন প্রয়োজনে চেষ্টা করবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন সাদ্রী একাডেমীর প্রশিক্ষক সঞ্চিতা বাড়াইক সহ একাডেমীর সম্পাদক সহ সিনিয়র নৃত্য শিল্পীরা।

এর আগের দিন ১৫ মে শ্রীমঙ্গল বিটিআরআই গারো লাইনে সাদ্রী একাডেমির ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্রী একাডেমীর প্রশিক্ষক সঞ্চিতা বাড়াইক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা তৃষ্ণা, প্রচারক ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ম্র্যাং, অর্থ সম্পাদক লিমা নির্বাচিত। একাডেমীর অন্যরা কমিটির সাধারণ সদস্য নির্বাচিত হন । কমিটির উপদেষ্টা পরিষদের নাম আগামি মাসে প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here