শ্রীমঙ্গল থেকে নিখোঁজ ব্রাক মহিলা কর্মীর এখনো কোনো সন্ধান নেই

0
195

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শিববাড়ি এলাকায় অবস্থিত ব্র্যাকের শাখা অফিসে কর্মরত দুই সন্তানের জননী নাজমা খাতুন (৩২) নামের এক নারী মাঠ কর্মী বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে এখনো (সংবাদ লেখা পর্যন্ত ) নিখোঁজ রয়েছে।

নিখোঁজ নাজমা খাতুনের স্বামীর নাম সুহেল আহমদ বর্তমান ঠিকানা গ্রাম-পশ্চিম মুসলিমবাগ (সুনগইর) তোহায়িদ ড্রাইভার এর বাড়ির ভাড়াটিয়া।স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার বাহুবলের নারিকেল তলা গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা যায় নিখোঁজ নাজমার স্বামী একজন প্যারালাইজড আক্রান্ত ব্যক্তি। তার দুটি মেয়ে সন্তান রয়েছে একটির নাম মদিনা (৭) ও অপটির নাম তানজিলা (৫)।মেয়েরা প্রতিনিয়ত মার জন্য কান্না করে যাচ্ছে।

নিখোঁজ নারীর স্বামী ও আত্মীয়-স্বজনের সূত্রে জানা যায়,ঘটনার দিন সকালে অফিসের উদ্দেশ্যে বাহির হয়ে গেলে আজ পর্যন্ত তিনি ঘরে ফেরেননি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ব্রাকের শাখা কর্মকর্তা মহসিন মিয়ার করা জিডির সূত্রে জানা যায়, ৩ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় অফিস হইতে বাহির হয়ে শিববাড়ী বস্তী, ভায়া পাড়া ও কালিঘাট এলাকা থেকে ঋণের কিস্তি কালেকশন করে দুপুর ২ টায় শিববাড়ী শাখা অফিসে জমা দিয়ে আবার শিব বাড়ী বস্তি এলাকায় খেলাপি ঋণের কালেকশনের কথা বলে চলে যান। সেখান থেকে বিকাল ৫ টার মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ ঘনীভূত হলে খোঁজাখুঁজি করে শ্রীমঙ্গল থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন যার নাম্বার-১৬৩, তারিখ ৩ নভেম্বর ২০২২ ইং।
নাজমা আক্তার নিখোঁজের ব্যাপারে স্বজনরা কাউকে শনাক্ত করতে পারছেন না বাসায় অসুস্থ স্বামী ও দুটি শিশু সন্তান নিয়ে হতাশা ও আতঙ্কে সময় কাটছে তাদের।
জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির (১) আমার সিলেটকে জানান,”গতকাল জিডি তদন্তের দায়িত্ব পেয়েছি সে সময় থেকেই তদন্ত কার্যক্রম চলছে ইতিমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।”
উল্লেখ্য,প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় মেয়েটি অত্যন্ত শান্ত স্বভাবের ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here