শ্রীমঙ্গল উপজেলার উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

0
806
শ্রীমঙ্গল উপজেলার উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

শ্রীমঙ্গল উপজেলার উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সাবেক দু-বারের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা, শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রেমসাগর হাজরা মনোনয়নপত্র প্রদান করছেন।

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চলতি সালের আগামী অক্টোবর মাসের ৭ তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২১) দুপুর থেকে স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।

স্বাস্থ্যবিধি মেনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা থাকলেও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় স্বাস্থ্যবিধি না মেনেই নিজ নিজ শুভাকাঙ্খক্ষীদের নিয়েই অনেকেই মনোনয়পত্র জমা দেন প্রার্থীরা। এ সময় প্রার্থীদের সাথে কর্মী-সমর্থকদের ভিড় ছিল স্বাভাবিক সময়ের মতোই। যারা মনোনয়ন পত্র জমা দিলেন,ক্ষমতাসীন দল আ’লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ৩ নং সদর ইউপির দু বারের সদ্য সাবেক চেয়ারম্যান ভানু লাল রায়।

শ্রীমঙ্গল উপজেলার উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কৃষক লীগের উপজেলা শাখার সভাপতি ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক মনোনয়নপত্র প্রদান করছেন।

আ’লীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষক লীগের উপজেলা শাখার সভাপতি ও শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক৷ বিদ্রোহী প্রার্থী সদ্য সাবেক দু-বারের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রেমসাগর হাজরা। জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সদস্য,সাবেক ছাত্র নেতা মিজানুর রব।

এক পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল যিনি নৌকা প্রতীক চেয়েও পাননি তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলের একটি প্রশংসনীয় নীতি আদর্শ রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেউ যদি দলের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এই বলে তিনি আবগাপ্লুত হয়ে পরেন।

শ্রীমঙ্গল উপজেলার উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সদস্য,সাবেক ছাত্র নেতা মিজানুর রব মনোনয়নপত্র প্রদান করছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র গ্রহণ করেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন কুমার জ্যোতি অসীম। উপজেলা নির্বাচন অফিসার জানান, চারজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন তারা সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন এখন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে৷ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৪ সেপ্টেম্বর, আপিল করা যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর,প্রতিক বরাদ্দ হবে ২০ সেপ্টেম্বর৷

এই উপ-নির্বাচনে উপজেলার ২ লাখ ৩৩ হাজার ১১৭ জন নারী পুরুষ ভোটার রয়েছেন।তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৭২১জন ৷