Sunday 20th of September 2020 05:40:52 PM
Tuesday 26th of January 2016 04:31:23 PM

শ্রীমঙ্গলে ২কোটি ১৫লক্ষ টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি

আইন-আদালত, বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
শ্রীমঙ্গলে ২কোটি ১৫লক্ষ টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জানুয়ারী,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সদর দপ্তরে বিজিবি অভিযানে উদ্বারকৃত প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দপুর ১২টা ১৫ মিনিটে মাদক বিরোধী সচেতনতা মুলক সভা শেষে এ মাদবদ্রব্য গুলো ধ্বংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি সরাইল রিজোন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ। এসময় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিবিজি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ, ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো.সাজ্জাদ, মেজর সাহেদ মেহের, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুখ আহমদ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল ইসলাম, মো.মেজর সাহেদ মেহের, মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার, মো. শাহীন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক, সহকারী কমিশনার ভুমি নুরুল হুদা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা শাহ আলম।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান জানান, এ ধ্বংস অনুষ্ঠানে ৪৬ বিজিবির ও ৫৫ বিজিবির অভিযানে উদ্বারকৃত ২ কোটি ১৪ লক্ষ ৫১হাজার ৭শত ৩৭ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে বিদেশী মদ ৮৩৯২ বোতল, ফেনসিডিল ২০৩০ বোতল, কোরেক্স- ৩৮৪ বোতল, গাঁজা ৫৩৩.৬৫০ কেজি ও দেশী মদ ১৫০ লিটার, বিয়ার-৬৪, সেনোগ্রা ট্যাবলেট ৩৫২০পিস, ইয়াবা ৩১৬ পিস, আতসবাজি ৫৯৫৪০ পিস। তিনি জানান, ৪৬ ও ৫৫ ব্যাটালিয়নের অভিযানে মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এ মাদক দ্রব্য গুলো উদ্বার হয়। যা ধ্বংসের মধ্যদিয়ে যুব সমাজকে সচেতন করা হয়।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc