শ্রীমঙ্গলে রেলওয়ের এক্সেভেটরে আগুনের ঘটনার মামলায় অর্ধশত আসামি

0
568
শ্রীমঙ্গলে রেলওয়ের এক্সেভেটরে আগুনের ঘটনার মামলায় অর্ধশত আসামি

জহিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গলে রেলওয়ের দখলকৃত ভূমি উদ্ধার অভিযানের সময় রেলের এক্সেভেটরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ । এতে প্রায় অর্ধশত লোককে আসামি করা হয়।

গত বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রাতে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি কার্যালয়ের ভারপ্রাপ্ত ফিল্ড কানুনগো ফারুক হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এ মামলাটি দায়ের করেন৷

মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে৷ মামলার এজাহারের আসামিরা হলেন,সোলেমান মিয়া, শাওন মিয়া, লোকমান হোসেন ও রাসেল মিয়া৷ এদের মধ্যে সোলেমান ও শাওন অপর অভিযুক্ত লোকমান হোসেনের ছেলে। তাদের বাড়ি শহরতলীর ক্যাথলিক মিশন সড়কে এবং অপর অভিযুক্ত রাসেলের বাড়ি শ্রীমঙ্গলের ছফেদ মিয়া সড়কে৷ অভিযুক্ত লোকমানের রেলওয়ের ভূমিতে (অবৈধ দখলকৃত) নিউ হাতিল ফার্ণিচার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে৷আরেক অভিযুক্ত রাসেল মিয়ারও ওই ভূমিতে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে৷

মামলা সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল রেল স্টেশন ও আশপাশ এলাকায় রেলওয়ের অবৈধভাবে দখল হওয়া ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য একটি এক্সেভেটর আনা হয়৷বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সকাল সাড়ে নটায় এক্সেভেটরটি ভানুগাছ সড়কের উচ্ছেদ স্পটে পৌঁছা মাত্র অভিযুক্তরা এক্সেভেটরটিতে আগুন ধরিয়ে দেয়৷ এতে এক্সেভেটরটির বিভিন্ন অংশ পুড়ে যায়৷

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার আমার সিলেট প্রতিনিধিকে বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সোলেমান মিয়া নামে একজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ অন্য অভিযুক্তদের ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে৷