শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটিতে আজাদ সভাপতি সম্পাদক জালাল

0
87

নিজস্ব প্রতিনিধি,আমার সিলেট রিপোর্টঃ মৌলভীবাজার জেলা অটোটেম্পো অটো রিক্সা সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার অধীনস্থ মৌলভীবাজার রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩’ শুক্রবার ৩ মার্চ ২০২৩ এ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।


সংগঠন সূত্রে জানা যায়, মোট ৭১৭ জন ভোটারের অংশগ্রহণে এই নির্বাচনে সভাপতি পদে মোঃ আজাদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মোঃ জালাল আহমেদ।

সাবেক সভাপতি মোঃ আজাদ মিয়া এবারো নির্বাচিত হয়েছেন, তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭৯ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম মিয়া চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৬ টি ভোট। এরমধ্যে মোট ২২ টি ভোট অবৈধ হিসেবে শনাক্ত হয়।
সাধারণ সম্পাদক পদে মোঃ জালাল আহমেদ আবারো নির্বাচিত হয়েছেন তিনি মই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী পরিমল দেব মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৭ ভোট।

এছাড়া আরো যারা নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছে- সহ-সভাপতি পদে বাইসাইকেল প্রতীক নিয়ে মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে মোঃ জামশেদ মিয়াঁ। অর্থ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মোঃ ফজর আলী, দপ্তর সম্পাদক পদে মিনার প্রতীক নিয়ে মুকিত আহমেদ সজিব,প্রচার সম্পাদক পদে মাইক প্রতীক নিয়ে মোঃ সোহেল মিয়া, কার্যকরী সদস্য পদে বালতি প্রতীক নিয়ে মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here