শ্রীমঙ্গলে মেয়র প্রার্থী সৈয়দ মনসুরুল হকের নৌকার প্রচারণা তুঙ্গে

0
506
শ্রীমঙ্গলে মেয়র প্রার্থী সৈয়দ মনসুরুল হকের নৌকার প্রচারণা তুঙ্গে

নূর মোহাম্মদ সাগর শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মনসুরুল হক। তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক। একের পর এক উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমর্থন আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণের পর থেকেই মাঠে রয়েছেন তিনি।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সমর্থনে (৫ ই নভেম্বর‌ রাত আট ঘটিকা) পৌর এলাকার ৭ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সভার প্রধান আকর্ষণ মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।তিনি বলেন,”বর্তমান মেয়রকে করোনা কালে পাওয়া যায় নি,তিনি নিয়মিত অফিস না করে ব্যাক্তিগত ব্যবসা বাণিজ্যে দেশে বিদেশে ব্যাস্ত থাকেন ফলে সাধারণ মানুষ পৌর অফিসে যেতে আগ্রহী নয়।তিনি আরও বলেন, যদি এলাকার উন্নয়নে কাজ না করেন তাহলে চেয়ারটি ধরে রেখে লাভ কি?রাস্তা ঘাট,ময়লার ভাগার সম্পর্কে মুন্সুরুল হক বলেন,আপনারা যদি নৌকাকে বিজয়ী করেন তাহলে স্থানীয় এমপি উপাধ্যক্ষ ড মোঃ আব্দুস শহীদ স্যার ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নিয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করে শ্রীমঙ্গলকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো।“

উপস্থিত জনসাধারণের একাংশ।


এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শুভ্র ধর, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুমিনুল ইসলাম সোহেল এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও এই নির্বাচনী মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নারী-পুরুষ ভোটারবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা পরিচ্ছন্ন নগরী গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।