শ্রীমঙ্গলে মাদক কেনার টাকার জন্য মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

0
207

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভীমশি গ্রামে মাদক কেনার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে মারধর করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে ।

এ ঘটনায় মা সবিতা ধর ১০ আগষ্ট বুধবার তার মাদকসেবী ছেলে কল্লোল চন্দ্র ধরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে ছেলেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, কল্লোল গত ৯ আগষ্ট (মঙ্গলবার) সকালে মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চাইলে সবিতা ধর তাকে টাকা না দিলে গালিগালাজ, মারপিট ও গলায় চেপে ধরে মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
তখন লোকজন এসে ছেলের হাত থেকে মা সবিতা ধরকে রক্ষা করা হয়। পরে ছেলেকে আটক করে পুলিশে দেন তারা।

সবিতা ধর বলেন, “নেশার টাকা না দিলে আমার ছেলে আমার সাথে যা করতো, তা কোনো ছেলে কোনো মায়ের সাথে করতে পারে না! আমি বাধ্য হয়ে তার নামে মামলা দিয়েছি। সে যতদিন জেলে থাকবে, ততদিনই আমি শান্তিতে থাকবো”।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ওই মাদকাসক্ত ছেলে কল্লোল ধর কে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here