শ্রীমঙ্গলে মহিলা ফুটবল খেলায় ঢাকার ওমেন্স মহিলা ফুটবলদল বিজয়ী

0
179

নিজস্ব প্রতিনিধি,আমার সিলেট রিপোর্টঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মহান স্বাধীনতার মাস উপলক্ষে শ্রীমঙ্গল নতুনতারা প্রমিলা ফুটবল ও ওমেন্স মহিলা ফুটবল একাডেমী ঢাকার মধ্যকার প্রীতি ম্যাচ ফুটবল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মার্চ) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল নতুনতারা প্রমিলা ফুটবল একাডেমী বনাম ঢাকা ওমেন্স ফুটবল একাডেমী প্রীতি ম্যাচ শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগান মাঠে ৪-০ গোলে সমাপ্ত হয়।

এতে ওমেন্স ফুটবল একাডেমী ঢাকা ৪ গোলে শ্রীমঙ্গল নতুনতারা প্রমিলা ফুটবল একাডেমীকে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (কমিশনার) সন্দ্বীপ তালুকদার,যুব উন্নয়ন কর্মকর্তা অসীম করসহ শ্রীমঙ্গল নতুনতারা প্রমিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা দিলশানা মুর্শেদ, শ্রীমঙ্গল নতুনতারা প্রমিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন মুর্শেদ,সাবেক ফুটবল খেলোয়াড় ও সংগঠক মিলন দাশ গুপ্ত , বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শের আলী ও পোল্যান্ড প্রবাসী খালেদ খন্দকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here