Sunday 25th of October 2020 08:44:20 AM
Saturday 25th of April 2015 12:27:08 PM

সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে ও ভূমিকম্পঃনিহত-৩

জাতীয়, বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে ও ভূমিকম্পঃনিহত-৩

 আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫এপ্রিলঃ আজ  শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে শ্রীমঙ্গলে ভূমিকম্প হয়েছে।প্রায় ১২ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

অপরদিকে একই সাথে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ও ভূমিকম্প হয়েছে।এতে অন্তত তিন জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া, রাজধানী ঢাকায় সাতটি ভবন হেলে পড়াসহ আর কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ১১ মিনিটে ভূমিকম্প হয়। বাংলাদেশে সাম্প্রতিককালের মধ্যে আজকের ভূকম্পনের মাত্রা সবচেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন এক বিশেষজ্ঞ। তবে ঢাকায় ভূমিকম্পের মাত্রা ৫.৪ ছিল বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’এর বরাত দিয়ে  কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে।

নেপালের পোখরা থেকে ৭৫ কিলোমিটার দূরের লামজুংয়ে ৭.৯ মাত্রার ভূমিকম্পের জেরে বাংলাদেশে এ ভূকম্পন ঘটে। রাজধানী ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার দূরে নেপাল অবস্থিত।

ঢাকায় প্রথম দফায় ভূমিকম্পটি প্রায় দুই মিনিট স্থায়ী ছিল বলে অনেকে দাবি করেছেন।  নগরীর বহুতল ভবনগুলো এ সময় দুলতে থাকলে মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ৪০ মিনিট পর আঘাত হানে দ্বিতীয় ও তৃতীয় দফা ভূমিকম্প।

ঢাকায় যে সব ভবন হেলে পড়েছে তার মধ্যে মিরপুরে ডায়মন্ড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা ও বংশালে ছয়তলা একটি ভবন রয়েছে। শাখারিবাজার ও বঙ্গবাজারে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ফেনীর শাহ আলম টাওয়ার নামের একটি ১০তলা বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দেয়ায় দমকল বাহিনী এটিকে সিলগালা করে দিয়েছে। ময়মনসিংহের ‘অলকা নদী বাংলা’ নামের একটি বহুতল ভবন সামান্য হেলে পড়েছে। এ ভবনে একটি বিপণী কেন্দ্র রয়েছে।আপডেট


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc