Wednesday 20th of January 2021 10:31:51 AM
Monday 12th of February 2018 10:41:36 PM

শ্রীমঙ্গলে বিদ্যুৎ’র নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

নাগরিক সাংবাদিকতা, বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
শ্রীমঙ্গলে বিদ্যুৎ’র নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

“প্রধানমন্ত্রীর বরাবরেও অভিযোগ প্রেরণ”

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ফেব্রুয়ারি, শ্রীমঙ্গল থেকে নিজস্ব প্রতিনিধিঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইন ও সংযোগ প্রদানের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যেখানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে শহর থেকে গ্রামে,গ্রাম থেকে হাওরে-পাহাড়ে সর্বস্থানে বিদ্যুৎ এর ঝলকানি ফুটে উঠছে।এমন সময় জেলার বালিশিরা পাহাড়ি অঞ্চল থেকে অর্ধ কোটি টাকার অভিযোগ উঠেছে কতিপয় লোকের বিরুদ্ধে।প্রায় তিন শতাধিক লোক নানা পরিমাণে এ টাকা দিয়েছে বলে জানা গেছে।

বিদ্যুৎ প্রদানের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার এমন একটি অভিযোগ নাকি দেশের প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরণ করা হয়েছে বলে সুত্রে জানা  গেছে।

চেয়ারম্যান এর নামে আসা চিঠি।

শ্রীমঙ্গল মহাজেরাবাদের সাবেক সেনা সদস্য মরহুম হাজি তারু মিয়ার ছেলে অভিযোগ কারী সামছু মিয়া জানান, “আমরা পাহারের জনগোষ্ঠী বিদ্যুৎ আমাদের একটি স্বপ্ন,মাননীয় প্রধানমন্ত্রীর কারনে এ স্বপ্ন পূরণ হবে দলমত নির্বিশেষে তাই আমাদের এলাকার কয়েকশ লোক মিটার প্রতি ১০০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত  স্থানিয় কয়েকজনকে দেওয়া হয়েছে ।কিছু লোকের টাকা বাকী থাকার কারনে বাড়ির সামনে প্রায় ৯ মাস ধরে খুঁটি ফেলে রেখেছে কর্তৃপক্ষ এবং যারা সব টাকা দিয়েছে তাদের ও একই অবস্থা।”

অভিযোগে কারো নাম প্রকাশ না করার কারণ কি জিজ্ঞাসা করলে তিনি বলেন “আমি নাম বলে কি করবো যারা টাকা দিয়েছে তারাই বলবে যদি সরকার তদন্ত করে তক্ষণই বুঝা যাবে।কাকে কাকে অভিযোগ করেছেন তিনি জানান,ডাকযোগে  মাননীয় প্রধানমন্ত্রীসহ পল্লিবিদুতের হেড অফিস,স্থানিয় অফিস,র‍্যাব ৯ ক্যাম্প ও দুর্নিতি দমন কমিশনে অভিযোগ পাঠিয়েছি।  তিনি আরও জানান আমরা তো জানতাম না যে লাইন নিতে টাকা লাগে না,গত শুক্রবারে আমাদের ইমাম সাহেবের কাছে আসা পল্লী বিদ্যুতের চেয়াম্যানের চিঠি থেকে এলাকাবাসি জানতে পারে যে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিদ্যুৎ দেওয়া হচ্ছে এখানে অতিরিক্ত টাকা দেওয়ার দরকার নেই”

এ ব্যাপারে পল্লিবিদ্যুতের স্থানীয় অফিসে ফোন  করলে অপর পক্ষ থেকে একজন জানান এ ব্যাপারে কথা বলতে চাইলে অফিসে এসে কথা বলতে হবে ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার অন্যান্য এলাকাতেও এ রকম বিদ্যুত প্রদানের নামে প্রচুর টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।তাছাড়া উপরোক্ত অভিযোগের সাথে শতাধিক লোকের টাকার অংক,নাম ঠিকানাসহ দস্তখত রয়েছে।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc