শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু !

0
211
শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ভাড়াউরা এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে প্রায় দু’বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু বাচ্চাটির নাম মোঃ তরিকুল ইসলাম (২), পিতা রফিকুল ইসলাম, দাদা নুরুল ইসলাম ভান্ডারী,গ্রাম পশ্চিম ভাড়াউরা,শ্রীমঙ্গল সদর।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার ৮ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে দাদার পাশে উঠানে বসা থাকা অবস্থায় হঠাৎ করে হাসের বাচ্চার পিছনে পিছনে খেলতে খেলতে পুকুরে চলে যায় এবং সবার অগোচরে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।

এ অবস্থায় বাচ্চার মা নামাজরত ছিল নামাজ শেষে বাচ্চাকে খুজে না পাওয়াই পুকুরের দিকে এগিয়ে হাতে থাকা একটি চিরুনি পানিতে ভাসতে দেখে চিৎকার করতে থাকে এবং আমার ছেলে পানিতে পরে গেছে বললে বাড়িতে থাকা অন্যান্য পুরুষ সদস্যরা পুকুরে নেমে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে পড়ে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজার ২৫০ এর যে বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত বলে ঘোষণা দেন।

হাসপাতাল থেকে বাচ্চাটির মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে এলাকায় কান্নার রোল পড়ে যায়।

আজ শুক্রবার বা’দ এশা পশ্চিমভাড়াউরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here