শ্রীমঙ্গলে পাহাড় ধ্বস পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজন মিঠুন

0
946
শ্রীমঙ্গলে পাহাড় ধ্বস পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজন মিঠুন
শ্রীমঙ্গলে পাহাড় ধ্বস পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজন মিঠুন

মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে প্রবেশের পূর্বে গত কয়েক দিনের একটানা বৃষ্টির ফলে পাহাড়ি বাড়ির কিছু অংশ রাস্তায় ধ্বসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে বাড়ির মালিক মিজান মিয়া উপজেলা কর্মকর্তার কাছে আবেদন করলে তিনি সাথে সাথে স্থানীয় ইউনিয়নের ওয়ার্ড মেম্বার লোকমান হোসেনসহ সোমবার ২০ জুন বিকালে সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন।
এ সময় দেখা যায় তিনটি বাড়ি ঝুঁকিতে রয়েছে যেগুলো পাহাড়ি খাস জমির টিলা এবং টিলা কেটে নিচে তৈরি করেছেন। যে কোনো সময় পাহাড় ধ্বসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শ্রীমঙ্গলে পাহাড় ধ্বস পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজন মিঠুন
শ্রীমঙ্গলে পাহাড় ধ্বস পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজন মিঠুন

এ আশঙ্কায় উপজেলা কর্মকর্তা ওই সমস্ত বাড়ির মালিকদের দ্রুত পাহাড়ের টিলা ও নিচে ঝুঁকিপুর্ন স্থানে বসবাসকারীদের মৌখিক নির্দেশ দিয়েছেন দ্রুত স্পর্শকাতর’ জায়গা ত্যাগ করার জন্য। তিনি বলেছেন “আপনাদের জীবনের মূল্য প্রধানমন্ত্রীর কাছে অনেক গুরুত্তপুর্ন এবং আমাদের কাছেও অনেক মূল্যবান। আপনারা দ্রুত এ বাড়ি ত্যাগ করেন নতুবা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

এসময় তিনি স্থানীয় ইউপি সদস্য লোকমান মিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ মনির মিয়া,৮নং ওয়ার্ডের মেম্বার মতিন মিয়া সহ স্থানীয় ব্যক্তি বর্গ।