শ্রীমঙ্গলে জুমার নামাজে এসে মসজিদ থেকে লাশ হয়ে ফিরলেন এক মুসল্লী

0
71

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের দক্ষিন লামুয়া জামে মসজিদে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) জুম’আর নামাজ আদায় করতে এসে এক মুসুল্লির মৃত্যু হয়েছে, ইন্না-লিল্লাহি ওয়া ইণ্না ইলাইহি রাজিউন।

অন্যান্য মুসল্লি ও পারিবারিক সূত্রে জানা যায়,একই গ্রামের বাসিন্দা সিএনজি চালক দুলাল মিয়ার পিতা মোঃ আঃ আলিম (৭০) পিতা মৃত কনাই মিয়া তিনি লামুয়া মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে প্রথমে ৪ রাকাত ক্বাবলাল জুম’আা ছুন্নাত নামাজ শেষ করে খুতবা ও ফরজ নামাজের অপেক্ষায় বসা থাকা অবস্থা থেকে হঠাৎ পরে যায়।
তাৎক্ষণিক মুসুল্লিরা ধরাধরি করে তার নিজ বাড়িতে নিয়ে যায়।ঘটনার সময়ে উপস্থিত থাকা মুসুল্লিদের দাবী তিনি মসজিদেই মৃত্যুবরণ করেছেন।পরে স্হানীয় ডাক্তার মুজিবুর রহমান এসে মৃত্যু হয়েছে বলে পরিক্ষা নিরিক্ষা করে জানান।
জুমার দিনে এবং মসজিদে মৃত্যু বরণ করায় অনেকে বিষয়টিকে পরকালের জন্য ভালো হবে বলে মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here