শ্রীমঙ্গলে জঙ্গিদের আস্তানা হতে দেবনাঃওসি কে এম নজরুল

    0
    263

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মার্চ,সাজন আহমেদ রানা,বিশেষ প্রতিনিধিঃ গত দু’দিন ধরে শ্রীমঙ্গল উপজেলার  জেলা শহর মৌলভীবাজারে জঙ্গি হামলা ও জঙ্গি সন্ধান মিলায় আতংকে শ্রীমঙ্গল এলাকাবাসি। শ্রীমঙ্গলের সুশীল সমাজ বলছেন শ্রীমঙ্গলেও কি জঙ্গি  আস্তানা আছে ? শ্রীমঙ্গল শহর “এ ক্লাস” পৌরসভা এবং পর্যটক নগরী। এ শহরের মানুষ গত কাল হতে আতংকিত।অনেকের মনে সন্দেহ বাঁধছে শ্রীমঙ্গলেও কি জঙ্গি আছে ? আবার অনেকেই বলছেন শ্রীমঙ্গলের পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে তাছাড়া শ্রীমঙ্গলে  র‍্যাব-৯ এর ক্যাম্প ও বিজিবি ক্যাম্প থাকায়  কিছুটা স্বস্তির।শ্রীমঙ্গলে সরকার দলিয় জঙ্গি নির্মূল কমিটি,ও আওয়ামীলীগের নেতা কর্মীরা সজাগ রয়েছেন বলে জানান শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল।
    এদিকে পুলিশ বাসা বাড়ী ভাড়া নিয়ে জোরদার ভুমিকা রাখছে,মালিক ভাড়াটিয়াদের ভোটার আইডি,ছবি,জীবন বৃত্তান্ত থানায় জমা দিতে বাধ্য করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ কে এম নজরুল ইসলাম।তিনি বলেন,আমরা আইডি কার্ড যাছাই বাছাই করছি,আমি আশা করি শ্রীমঙ্গলে জঙ্গিদের আস্তানা হবেনা-তা হতে দেব না এ ব্যাপারে আমরা পুর্নসতর্ক রয়েছি।