শ্রীমঙ্গলে চোরাইকৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ গ্রেপ্তার-২

0
97

নূর মোহাম্মদ সাগর,শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাই হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মামলায় মালামাল উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ১২ জানুয়ারি দিবাগত রাতে শ্রীমঙ্গলের বালিশিরা পুঞ্জি (জেরিন চা বাগান) থেকে অজ্ঞাত চোরচক্র একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে। এই ঘটনায় গত ১৪ জানুয়ারি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়। এরপর চোরাই মালামাল উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে আটকৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করলে,তাদের দেওযা তথ্যের ভিত্তিতে আসামী শিপন মিয়াকে সাথে নিয়ে তাদের দেখানো মতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৩ নং সাতকাপন ইউনিয়নের মুককান্দি গ্রামের ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে জনৈক সালাউদ্দিন মিয়ার ভাড়া বাসা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের খালি ড্রাম এবং ৬ কেজি তামার তার উদ্ধার করে। পরে আটক আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে তারা ট্রান্সফর্মার চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here