শ্রীমঙ্গলের সিন্দুরখাঁনে ফলজ বনজ ঔষধী ও ফুলের চারা রোপন

    0
    369

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯অক্টোবরঃ   যার অক্লান্ত পরিশ্রমের ফসল,শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ইজরাগাঁও কমিউনিটি ক্লিনিক আজ বৃহত্তর সিলেটে অর্জন করে নিয়েছে শীর্ষ স্হান এ অর্জনে আমরা BANGLADESH ORGANIZATION OF OPTIONAL SECURITY SOCIETY (BOOS)বাংলাদেশ অর্গেনাইজেশন অব অবশনাল সিকিউরিটি সোসাইটি ( বস) শ্রীমঙ্গল,মৌলভীবাজার পরিবারের পক্ষ থেকে ইজরাগাঁও কমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোফাইটর মহিউদ্দিন সোহাগ কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বস এর বৃক্ষরোপণ কর্মসূচী মৌলানা মোঃ রহিমউদ্দিনের মোনাজাতের মাধ্যমে শুরু হয়।বিভিন্ন ফলজ বনজ ঔষধী ও ফুলের চারা রোপন করা হয়।

    অনুষ্টানে উপস্থিত ছিলেন বস সভাপতি ডাঃ মোঃ একরামুল কবীর,বস সহ সভাপতি অমিত চক্রবত্রী, বস সাংগঠনিক সম্পাদক জয় ঘোষ বস সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ,বস ধর্ম বিষযক সম্পাদক সোহেল আরমান জয়,মিডিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাবেদ হোসেন,ও বস সদস্য রাজিব সহ অন্যান্যরা।পরিশেষে বস সভাপতি প্রকৃতির জন্য বৃক্ষের প্রয়োজন অনুধাবন করে বক্তব্য রাখেন ও সভার সমাপ্তি ঘোষনা করেন।প্রেস বার্তা