শ্রীমঙ্গলের একটি বাংলো থেকে অজ্ঞাত জাতের সাপ উদ্ধার

0
1157
শ্রীমঙ্গলের একটি বাংলো থেকে অজ্ঞাত জাতের সাপ উদ্ধার

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ভিতর থেকে অজ্ঞাত নামের একটি সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবারে এটিকে বনে অবমুক্ত করা হতে পারে।   

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ২০২১) দুপুর ২টায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ।

সাপটি উদ্ধার করতে সহযোগিতা করেন Stand For Our Endangered Wildlife (S E W) এর সদস্য সোহেল শ্যাম ও খোকন তৌনুজাম। সাপটির নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাপ বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করা হয়েছে উনারা শক্রবার (১৭ সেপ্টেম্বর) আসবেন উদ্ধারকৃত সাপ দেখে সাপের নাম চিহ্নিত করবেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক সজল দেব বলেন, সাপটি বিরল প্রজাতির বাংলাদেশে প্রথম দেখা গেছে বলে ধারণা করা হয়েছে। সাপটি বতমানে কমলগঞ্জের লাউয়াছড়া রেসকিউ সেন্টার এ রাখা হয়েছে।

সুকন্যা দে জানান, বৃহস্পতিবার সকালে আমাদের বাংলোর বাথরুমে সাপটি দেখতে পাই। পরে আমরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ওনারা এসে সাপটি ধরে নিয়ে যায়। প্রায় সময়ই বিভিন্ন প্রজাতির নাম না জানা সাপ আমাদের চোখে পড়ে।