শ্রীমঙ্গলের উৎসা দ্বিতীয় স্থান অর্জন করেছে

    0
    270

    আমারসিলেট 24ডটকম,০৬অক্টোবর,শ্রীমঙ্গল প্রতিনিধি:বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৩ এ আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছে শ্রীমঙ্গলের উজ্জয়িনী উৎসা। সে আবৃত্তি প্রতিযোগিতায় গ-বিভাগের প্রতিযোগী ছিল। গত ২৮ সেপ্টেম্বর, শনিবার ঢাকা, শাহবাগের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেদিন বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।

    উৎসা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যভুক্ত আবৃত্তি সংগঠন কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রের শিক্ষার্থী। কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রের পরিচালক এবং দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের কাছ থেকে সে আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করছে। উৎসা সখিনা সিএনজি রিফুয়েলিং এন্ড ফিলিং স্টেশনের টেকনিক্যাল অফিসার স্মরণ কান্তি বড়–য়া সাজু এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইপা বড়–য়ার বড় মেয়ে। সে দি বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।