শ্রীপুর পাথর কোয়ারীতে নিহতের স্মরনে শোকসভা অনুষ্টিত

    0
    147

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বির:জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীতে সন্ত্রাসী হামলায় নিহত হোসন আহমদ স্মরনে দরবস্ত বাজারে শোকসভা অনুষ্ঠিত হয়।
    ১১ ডিসেম্বর সোমবার বাদ আছর দরবস্ত ইউনিয়নবাসীর আয়োজনে দরবস্ত এলাকার প্রবীন মুরব্বী সিরাজুল হক সিরাই এর সভাপতিত্বে জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিনের পরিচালনায় দরবস্ত মে শোকসভা অনুষ্টিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য খাদিম নগর ইউপির চেয়ারম্যান এ্যাডভোকেট আফছার আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, সাবেক জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা যুবগীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জাকারিয়া মাহমুদ, শ্রমিকলীগের সাধারন সম্পাদক শওকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ বদরুল, নিহতের ভাই সাবেক জৈন্তিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আমিন আহমদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, সাবেক ৫নং ফতেহপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন, খরিল পরগনার বিশিষ্ট মুরব্বী মুসলীম আলী, আতাউর রহমান, আব্দুল হক, সাব্বির আহমদ, ইউপি সদস্য জালাল উদ্দিন, ব্যবসায়ী তাজুল ইসলাম, নিহতের ভাই শামীম আহমদ, যুবলীগ নেতা শাহীন আহমদ, ছাত্রলীগনেতা বদর উদ্দিন, মাহবুবুর রহমান সবুজ, রিয়াজুল ইসলাম প্রমুখ।
    শোকসভায় বক্তারা বলেন- অভিলম্বে নিহত হোসেন আহমদের খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানান এবং মরহুমের মাগফিরাত কামনা, শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া কুখ্যাত ভূমিখেকু, পাথরখেকু, দখলবাজ এবং রাজাকার সন্তান লিয়াকত আলীকে দল থেকে বহিস্কারের দাবী জানানো হয়।
    অপর দিকে আগামী ১৩ ডিসেম্বর দুপুর ২টায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় শান্তিপূর্ণ প্রতিবাদসভা, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি দেওয়া হয়।