শোষনযুক্ত সমাজ শোষণমুক্ত হবেই

0
282

নীহার সজলঃ জাতীয় সকল প্রকার সংকট মোকাবেলায় ক্ষুধা, দারিদ্র, ভূমিহীন,দুর্নীতিমুক্ত সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নাই। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়াত ন্যাপ নেতা অধ্যাপক মুজাফফর আহমেদ এর ভাষায় দেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, রাজনৈতিক, সমাজ ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
এখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা একান্ত আবশ্যক। এটি একলাফে হবে না। আকাঁবাঁকা পথে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। যারা চোখ থাকতে চোখে দেখেনা, কান থাকতে কানে শুনে না, তারা ছাড়া আর সবাই শোষনহীন সমাজ ব্যবস্থা কামনা করে।
এমনকি, আমেরিকা ও মনে করে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাইলে এটা করতেই হবে।
গণতন্ত্রের পথ ধরেই মানবিক মূল্যবোধ সম্পন্ন সুষম সমাজ ব্যবস্থার পথে প্রজন্মকে এগিয়ে যেতে হবে
ইতিহাস ও বিজ্ঞান বলে, আদিম এর পর দাস-দাসী ও সামন্তের পর গণতন্ত্র।
এগুলো বানানো কথা নয়। চলমান এ সমাজ ব্যবস্থাও প্রতিনিয়ত পরিবর্তনশীল। অতি দ্রুততার সাথে পরিবর্তন হচ্ছে। এ সকল কারণে বলা যায়, শোষণযুক্ত সমাজ শোষণমুক্ত হবেই হবে।
অধ্যাপক আরো বলেছেন,পৃথিবীর বিভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন পথে,এ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের বেলায়, কানসাট, শনির আখড়া ও ফুলবাড়ীর আন্দোলনের উদাহরনে ছাত্র আন্দোলনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব।জয় হোক জনগণের, জয় হোক কৃষক শ্রমিক মেহনতি মানুষসহ প্রজন্মের।

লেখক সাংবাদিক ও রাজনীতিবিদ, নীহার সজল- শ্রীমঙ্গল,মৌলভীবাজার।