Thursday 29th of October 2020 11:09:23 AM
Thursday 28th of May 2015 08:47:47 PM

শুক্রবার ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলার সম্মেলন

মানবাধিকার ডেস্ক
আমার সিলেট ২৪.কম
শুক্রবার ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলার সম্মেলন

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮মেঃ পুঁজির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে আগামীকাল ২৯ মে শুক্রবার বিকাল ৪ টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার ৪র্থ সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ(স্কপ)-এর কেন্দ্রীয় নেতা চৌধুরী আশিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি নুরুল হুদা সালেহ ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার এবং ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। সম্মেলন সফল করার লক্ষ্যে ২৭ মে সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্টিত হয়।

প্রস্তুতি কমিটির আহবায়ক রজত বিশ্বাসের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, রিকশা শ্রমিক সংঘের জেলা সভাপিত সোহেল আহমেদ, মোঃ জসিমউদ্দিন, অমলেশ শর্ম্মা, তারেশ বিশ্বাস, মোঃ জসিমউদ্দিন, ইন্তাজ আলী প্রমূখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। সভায় সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়। সভা থেকে ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, দৈনিক ৩০০ টাকাসহ চা-শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, হোটেল ও স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম কার্যকর, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের দাবি করা হয়।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc