শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের অঙ্গীকার এমপি সেলিমের

    6
    783

    আমারসিলেট24ডটকম,২৭ফেব্রুয়ারী,বদরুলঃ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন আজ বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা কানাইঘাটে ব্যস্ততম দিন অতিবাহিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার পর এ নিয়ে দুইবার কানাইঘাটে আসলেন সেলিম উদ্দিন এমপি। গতকাল তিনি দিনভর কানাইঘাটের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য লোকজনদের নিয়ে মতবিনিময় করেন। প্রথমে সকাল ১০টায় তিনি কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজে, পরবর্তীতে ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, এরপর আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়, কানাইঘাট ডিগ্রি কলেজ, মনসুরিয়া কামিল মাদ্‌রাসা, সর্বশেষ রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে পৃথক মতবিনিময় করেন। এছাড়া তিনি কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ৬০ সালা দস্তারবন্দী ইসলামী সম্মেলনে আগত হাজার হাজার ধর্মপ্রাণ লোকজনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং মাদ্রাসায় তার ব্যক্তিগত পক্ষ থেকে ৫০হাজার টাকার আর্তিক অনুদান প্রদান করেন। এসব অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপি বলেন, বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র ও আত্ম নির্ভরশীল জাতি হিসেবে সু-প্রতিষ্ঠিত করার জন্য সরকার শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্বারূপ করেছে। আমাদের নতুন প্রজন্মকে সু-শিক্ষিত করতে পারলেই অচীরেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এ লক্ষে ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য নেওয়া সরকারের বিজ্ঞান ভিত্তিক সৃজনশীল ও সার্বিক শিক্ষামুখী যুগান্তকারী প্রদক্ষেপগুলি বিশ্বের প্রসংশিত হয়েছে। তিনি তার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন এবং বিরাজমান সমস্যা নিরসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মাধ্যমে নিরসনে চেষ্টা করবেন বলে জানান। রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপির সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাপা’র সাধারণ সম্পাদক আবুল কাসেম মন্টু, সিনিয়র সহসভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, জেলা জাপা নেতা এডভোকেট আব্দুর রহিম, মোঃ শাহাব উদ্দিন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান, স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.হান্নান, জেলা যুবসংহতির সভাপতি মর্তুজা আলী উপজেলা জাপার সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন মামুন সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা নাজিম উদ্দিন, আব্দুল হান্নান লাল পীর, শামীম আহমদ, হারুন আহমদ, মোহাম্মদ আলী, আব্দুল মুতলিব, শামীম উদ্দিন প্রমুখ।