শায়েস্তাগঞ্জের সুন্নী কনফারেন্সে ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ

    0
    471

    “সুন্নীয়তের রাষ্ট্র তথা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে ইসলামী ফ্রন্ট-ছাত্রসেনার কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে,সুন্নী কনফারেন্সে নেতৃবৃন্দ”

    আমারসিলেট24ডটকম,১৩মার্চ,এস,এম,সুলতান খানঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শায়েস্তাগঞ্জ থানা শাখার যৌথ উদ্যোগে বিশাল সুন্নী কনফারেন্সে নেতৃবৃন্দ বলেন সুন্নীয়তের রাষ্ট্র তথা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে ইসলামী ফ্রন্ট-ছাত্রসেনার কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। একদিকে ভ্রান্ত ইসলাম নামধারীদের, অপরদিকে নাস্তিকবাদীদের বেড়াজালে আটকা পড়েছে দেশের সরল মনা জনসাধারণ। তাদের অপ চেষ্টা থেকে নির্যাতিত শান্তিকামী জনগণকে উদ্ধার করে ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা তথা সুন্নী জনতাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তাই ইহকাল তথা পরকালীন মুক্তি সম্ভব। গত মঙ্গলবার বাদ আছর থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে আয়োজিত সুন্নী কনফারেন্সে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। শায়েস্তাগঞ্জ থানা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি প্রভাষক মাওলানা সাহাবউদ্দিন, অধ্যাপক শেখ সিরাজুল ইসলাম আল কাদেরী’র সভাপতিত্বে ও থানা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ ও ডাঃ মাওলানা আব্দুল কাদির এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী কনফারেন্সে প্রধান মেহমান হিসাবে বয়ান করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরীক্বত আল্লামা ছায়েব কিবলাহ্ সিরাজনগরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল হক চিশ্তী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী। প্রধান ওয়াইজ আলহাজ্ব মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রজভী (চট্টগ্রাম)। জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, পীরজাদা মাওলানা শেখ শিব্বির আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খান, মাওলানা মোহাম্মদ ফারুক মিয়া, মোঃ ইকবাল হোসেন, ডাঃ মোঃ ফারুক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী সাইফুল মোস্তফা, আব্দুল ওয়াহেদ বাচ্চু, মোঃ তাজুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ নূরুল আমীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক এস. এম. সুলতান খান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ বায়েজীদ, নূর উদ্দিন ইবনে মালেক, শায়েস্তাগঞ্জ থানা সভাপতি হাফেজ এম.এ হান্নান, সহ-সভাপতি মোঃ ফরাস উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়া, মোঃ জালাল উদ্দিন, আব্দুল বাছির, মোঃ শরিয়ত উল্লা, মোঃ জামিল আহমদ বাচ্চু, মোঃ তাজুল ইসলাম, চুনারুঘাট থানা সভাপতি আব্দুল আজিজ ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসেনার নেতা মোঃ রাব্বী। কেন্দ্রীয় সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ জেলা, শায়েস্তাগঞ্জ থানা, চুনারুঘাট উপজেলা ও সদর থানাসহ বৃন্দাবন সরকারি কলেজের নেতৃবৃন্দ। মধ্য রাতে দেশের শান্তি ও মুক্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।