শায়েস্তাগঞ্জে ট্রাক্টর চাপায় এক পথচারী নিহত!

0
89

নূরুজ্জামান ফারুকী বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত হয়েছে।এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে প্রায় ঘণ্টাব্যাপী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

বুধবার (১ ফ্রেরুয়ারী-২০২৩) সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা থেকে নেমে হান্নান মিয়া (২৫) রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগামী মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।
নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিনচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এখন সড়কে যান চলাচলও স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here