শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস আজ

    0
    229

    আমারসিলেট24ডটকম,২৭নভেম্বরঃ আজ শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। স্বৈরশাসন বিরোধী আন্দোলনের এক উত্তাল মুহূর্তে ১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন। মিলনের আত্মদানের মধ্যদিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আলাদা আলাদা বাণী দিয়েছেন। শহীদ মিলন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।