লোহাগড়ায় এক গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা!

0
46

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে বকুল শেখ নামে এক গ্রাম পুলিশকে কপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল শেখ কুমড়ি গ্রামের মৃত বদির শেখের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান রবিবার সন্ধ্যা ৭ টার দিকে বকুল শেখ কুমড়ি পূর্বপাড়া দোকান থেকে বাড়িতে যাচ্ছিলেন। কুমড়ি পূর্বপাড়ার গোলাপ খার বাড়ির পাশে পৌঁছালে পূর্ব থেতে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে মারাত্বক জখম করে পুকুরপাড়ে ফেলে যায় ।
বকুল শেখের চিৎকারে আশপাশের বাড়ি ও গ্রামের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার সুব্রত জানান, “হাসপাতালে আনার অনেক আগেই বকুল শেখের মৃত্যু হয়েছে।”

নিহতের ছেলে জাকির হোসেন ওরফে রনি শেখ বলেন- “পূর্বশত্রুতার জের ধরে তার পিতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন জানান, “মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here