লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যু্বকের মৃত্যু!ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত

0
59

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকৌর বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাছির মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এঘটনা ঘটে।
নিহত বাছির মিয়া মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে।

হবিগঞ্জ লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া বলেন, লাখাই উপজেলার মোড়াকৌর বাজারে শনিবার ভোররাতে আব্দুল হান্নান মোল্লা নামে এক ব্যবসায়ীর দোকানে কয়েকজন সংঘবদ্ধভাবে চুরি করার জন্য দোকানের উপরের টিনখুলে ভেতরে প্রবেশ করে। এসময় অসাবধানতাবশত বাছির মিয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে এলাকার লোকজন বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

(ওসি) বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে ফিঙ্গার ফ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এছাড়াও মৃতদেহের পাশ থেকে কিছু সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here