রোহিঙ্গাদের পাশে থাকার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

    0
    247

    ‘মিয়ানমারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, তাতে কি বিবেককে নাড়া দেয় না?

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২সেপ্টেম্বর,ডেস্ক নিউজঃস্বদেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
    প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। তারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো। সাধ্যমতো তাদেরকে সব ধরনের সহযোগিতা করবো।’
    এসময় তিনি সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতিও আহ্বান জানান।
    শেখ হাসিনা বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ও আমাদের মানুষদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছিলো। ওই সময় মানুষ উপায় না পেয়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলো। এ দৃষ্টিকোণ থেকেই আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে রোহিঙ্গাদের সাহায্য করছি।’
    তিনি আরো বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাদ্য ও আশ্রয় দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তিনি আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তোলারও আহ্বান জানিয়েছি। প্রতিবেশী হিসেবে আমাদের যা যা করার দরকার আমরা সেটি করবো।’
    প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, তাতে কি বিবেককে নাড়া দেয় না? এভাবে লাখ লাখ মানুষ ঘরহারা হচ্ছে, স্বজনহারা হচ্ছে। স্বজন হারানোর বেদনা কী -সেটা আমি ভালো করে জানি। আমরা শান্তি চাই।’
    তিনি আরো বলেন, ‘আমরা ১৬ কোটি মানুষের দেশ। সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। সেখানে আরো দুই, পাঁচ বা সাত লাখ মানুষকেও খেতে দিতে পারবো।’
    এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘এখন যারা যুবক তারা হয়তো মুক্তিযুদ্ধ দেখেননি। কিন্তু আমরা দেখেছি। তাই রোহিঙ্গাদের যেন কোনো কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে এদের দেখভাল করতে হবে।’
    এর আগে সকাল সোয়া ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছান। তারপর সেখান থেকে সড়কপথে উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে যান।
    বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে উখিয়ায় আসেন।
    এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং আইজিপি এ কে এম শহীদুল হক পুর্ব থেকেই উখিয়ায় উপস্থিত ছিলেন।