রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

    0
    242

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪সেপ্টেম্বর,নড়াইল প্রতিনিধিঃ মিয়ানমারের রোহিঙ্গা মুসলীম জনগোষ্টীর উপর বর্বরোচিত শিশু হত্যা, ধর্ষন, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে আদালত সড়কে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ( দায়িত্বপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ কামরুল আরিফের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, ওয়াকার্স পার্টিও জেলা সাধারন সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুল হাই ডিগ্রী কলেজের শিক্ষক মলয় কান্তি নন্দী, সাধারন সম্পাদক আশিষ কুমার বিশ^াসসহ অনেকে।
    বক্তারা, অবিলম্বে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা জনগোষ্টির ওপর বর্বরোচিত নির্যাতন ও গনহত্যা বন্ধের দাবি জানান এবং তাদেরকে দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানান।
    মানববন্ধনে সংগঠনের কর্মকর্তাগন, সাংবাদিক, আইনজীবি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।