Tuesday 19th of January 2021 06:30:07 PM
Friday 13th of March 2015 12:39:08 AM

রেমিটেন্সের টাকা দ্রুত গ্রাহকদের কাছে পৌছে দিতে দি প্রিমিয়ার ব্যাংক সদা সচেষ্টঃএহসান খসরু

অর্থনীতি-ব্যবসা ডেস্ক
আমার সিলেট ২৪.কম
রেমিটেন্সের টাকা দ্রুত গ্রাহকদের কাছে পৌছে দিতে  দি প্রিমিয়ার ব্যাংক সদা সচেষ্টঃএহসান খসরু

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মার্চঃ  বৃহস্পতি বার দি প্রিমিয়ার ব্যাংক লি: প্রধান কার্যালয়ের উদ্যোগে সিলেট আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়ার হল রুমে সিলেট অঞ্চলের রেমিটেন্স গ্রাহকদের এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে রেমিটেন্স সেবা গ্রাহকদের কাছে পৌছে দিতে প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

দি প্রিমিয়ার ব্যাংক লি: আম্বরখানা শাখার সহকারী ব্যবস্থাপক বিমলেন্দু চৌধূরীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আম্বরখানা শাখার ব্যবস্থাপক ও এভিপি এ,এম,এম, নিজামু দ্দৌলা খান।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লি: পরিচালনা পর্ষদের মাননীয় উপদেষ্টা এহসান খসরু। প্রধান অতিথি বলেন, রেমিটেন্সের টাকা দ্রুত গ্রাহকদের কাছে পৌছে দিতে দি প্রিমিয়ার ব্যাংক সদা সচেষ্ট। এই সুবিধা গ্রহনে গ্রাহকদের এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লি: এরএক্সিকিউটিভ ডিরেক্টটর এম্ভেসেডর নাজিমুলা চৌধূরী, প্রিমিয়ার ব্যাংক লি: এর হেডঅব রেমিটেন্স এসএভিপি মাসহুরুল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক লি: ইসলামী ব্যাংকিং শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হাবিবুর রহমান, মৌলভী বাজার শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শেখ মো: আবিদুর রহমান, সাবেক ব্যবস্থাপক শওকতুর রহমান, এফআইভিডিভি প্রতিনিধি এবং গ্রাহকদের মধ্যে জোবায়ের আহমদ চৌধূরী সুমন, এম.সমছু মিয়াও ইউ.কে প্রবাসী ডা: আবুল হাসনাত প্রমুখ।

জসিম উদ্দিনের ক্বোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। সভায় প্রশ্ন উত্তর পর্বে ব্যাংকের উপদেষ্টা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc