রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন আব্দুল হামিদ

    0
    423
    রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন আব্দুল হামিদ
    রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন আব্দুল হামিদ

    ঢাকা, ২৪ এপ্রিল : আজ বুধবার সন্ধ্যায় শপথ গ্রহন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট। ইতিমধ্যেই দাওয়াতপত্র বিতরণসহ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানাগেছে। এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণে এবার প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাতে পারছেননা। স্বাধীনতার পর থেকে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করলেও এবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী তাকে শপথ বাক্য পাঠ করাবেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।

    ভারত, পাকিস্তান, মার্কিনযুক্তরাষ্ট্রসহগণতান্ত্রিকরাষ্ট্রসমূহেপ্রধানবিচারপতিরাষ্ট্রপতিকেশপথবাক্যপাঠকরান।
    জানাগেছে, ১৯৭২সালেরমূলসংবিধানেরাষ্ট্রপতিকেশপথবাক্যপাঠকরানোরদায়িত্বছিলপ্রধানবিচারপতির।বঙ্গবন্ধুশেখমুজিবুররহমানসহপর্যন্ত১৬জনরাষ্ট্রপতিকেপ্রধানবিচারপতিশপথবাক্যপাঠকরিয়েছেন।কিন্তু২০১১সালের৩০জুনপঞ্চদশসংশোধনীরমাধ্যমেতৃতীয়তফসিলের১৪৮অনুচ্ছেদেরশপথঘোষণায়সংশোধনীআনাহয়।সংশোধনীতেপ্রধানবিচারপতিরবদলেস্পিকারকেরাষ্ট্রপতিরশপথেরদায়িত্বদেয়াহয়।
    ইতিহাসপর্যালোচনায়দেখাযায়, সংবিধানে১৪বারসংশোধনীআনাহয়।কিন্তুকোনসময়ইসংবিধানেরবিধানেকোনসরকারহাতদেয়নি।সম্পর্কেসরকারেরকোনস্পষ্টব্যাখ্যাপাওয়ানাগেলেওরবিবাররাতেদপ্তরবিহীনমন্ত্রীসুরঞ্জিতসেনগুপ্তবলেন, রাষ্ট্রপতিএকজননির্বাচিতজনপ্রতিনিধি।স্পিকারওনির্বাচিত।সংসদসদস্যদেরভোটেরাষ্ট্রপতিস্পিকারেরনির্বাচনহয়।কারণেআমরাসিদ্ধান্তনিয়েছি, একজননির্বাচিতজনপ্রতিনিধিরাষ্ট্রপতিকেশপথকরাবেন।
    এরআগেসোমবারজাতীয়সংসদেরস্পিকারমো. আবদুলহামিদবিনাপ্রতিদ্বন্দ্বিতায়রাষ্ট্রপতিনির্বাচিতহয়েছেন।তারমনোনয়নপত্রবাছাইশেষেপ্রধাননির্বাচনকমিশনারকাজীরকিবউদ্দীনআহমেদএকমাত্রপ্রার্থীআবদুলহামিদকেনির্বাচিতঘোষণাকরেন।তিনিবলেন, একমাত্রপ্রার্থীহওয়ায়আবদুলহামিদকেবিনাপ্রতিদ্বন্দ্বিতায়দেশের২০তমরাষ্ট্রপতিনির্বাচিতঘোষণাকরছি।তিনিআরওজানান, আবদুলহামিদরাষ্ট্রপতিহিসেবেশপথনেয়ারসঙ্গেসঙ্গেসংসদেরস্পিকারেরপদকিশোরগঞ্জসংসদীয়আসনশূন্যঘোষিতহবে
    ঘোষণারপরপরইনির্বাচনকমিশনসচিবালয়বিষয়েপ্রজ্ঞাপনজারিকরে।কমিশনসচিবালয়েরসচিবমোহাম্মদসাদিকস্বাক্ষরিতপ্রজ্ঞাপনেবলাহয়েছে, রাষ্ট্রপতিনির্বাচনআইন১৯৯১এরধারাএবংরাষ্ট্রপতিনির্বাচনবিধিমালারবিধি১২এরউপধারাঅনুসারেনির্বাচনকমিশনারেরঘোষণামোতাবেকমো. আবদুলহামিদবাংলাদেশেররাষ্ট্রপতিনির্বাচিতহয়েছেন।এরআগেগতরবিবারতোফায়েলআহমেদেরনেতৃত্বেআওয়ামীলীগেরসংসদীয়দলেরপ্রতিনিধিরাআবদুলহামিদেরপক্ষেনির্বাচনকমিশনেগিয়েমনোনয়নপত্রজমাদেন।তফসিলঅনুযায়ীমনোনয়নপত্রবাছাইকরাহয়।নির্বাচনেভোটগ্রহণেরতারিখছিল২৯এপ্রিল।কিন্তুএকজনমাত্রপ্রার্থীহওয়ায়কমিশনওইদিনইআবদুলহামিদকেনির্বাচিতঘোষণাকরে।
    আবদুলহামিদ১৯৪৪সালেরজানুয়ারিকিশোরগঞ্জেরমিঠামইনউপজেলারকামালপুরগ্রামেজন্মগ্রহণকরেন।১৯৫৯সালেছাত্রলীগেযোগদানেরমাধ্যমেতাররাজনৈতিকজীবনশুরুহয়।তিনি১৯৭০সালেরনির্বাচনেময়মনসিংহ১৮আসনথেকেপাকিস্তানজাতীয়পরিষদেরসদস্যহিসেবেনির্বাচিতহন।এরপরতিনি১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১২০০৮সালেসংসদসদস্যনির্বাচিতহন।তিনিসপ্তমসংসদে১৯৯৬সালের১৩জুলাইথেকে২০০১এর১০জুলাইপরযন্তডেপুটিস্পিকার, ২০০১এর১১জুলাইথেকে২৮অক্টোবরপর্যন্তস্পিকারহিসেবেদায়িত্বপালনকরেন।সর্বশেষবর্তমানসংসদেতিনিস্পিকারহিসেবেদায়িত্বপালনকরেআসছেন।মুক্তিযুদ্ধেঅবদানেরস্বীকৃতিহিসেবেচলতিবছরতিনিস্বাধীনতাপদকপান।
    ৬৯বছরবয়সীআবদুলহামিদকিশোরগঞ্জথেকেসাতবারসংসদসদস্যনির্বাচিতহন।দুদফায়তিনিস্পিকারেরদায়িত্বপালনকরেন।মো. জিল্লুররহমানেরমৃত্যুরপরতিনিইদেশেরঅস্থায়ীরাষ্ট্রপতিরদায়িত্বপালনকরেআসছেন।সংবিধানঅনুযায়ীনতুনষ্ট্রপতিআগামীপাঁচবছরদায়িত্বেঅধিষ্ঠিতকবেন