রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশেষ সভা

    0
    421
    রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে আগামী ২৬ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে হবে বিশেষ সভা।

    এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেসের মৃত্যুতে গত ১৩ মার্চ একই ধরনের সভা হয়েছিল।president zillur

    রাষ্ট্রপতি জিল্লুর রহমান গত ২০ মার্চ মারা যান। তার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, প্রয়াত জিল্লুর রহমানের স্মৃতির প্রতি সাধারণ পরিষদে ২৬ মার্চ বিশেষ অনুষ্ঠান হবে।

    ৬৭তম সাধারণ অধিবেশনের সভাপতি ভুক জিরেমিক স্বাগত বক্তব্যে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর মহাসচিব বান কি-মুন স্মৃতিচারণ করবেন। বক্তব্য রাখবেন জাতিসংঘে সর্বোচ্চ পর্যায়ের ৫টি আঞ্চলিক গ্রুপের প্রধানরা। এরপর যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তব্য পেশ করবেন।

    বিশেষ এ অধিবেশনের সমাপ্তি ঘটবে বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে।

    এদিকে সাধারণ পরিষদের চলতি অধিবেশনের সভাপতি ভুক জিরেমিক এক বিবৃতিতে জিল্লুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন।

    বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাসহ সব দেশের পতাকা অর্ধনমিত ছিল।

    স্থায়ী প্রতিনিধি মোমেন বলেন, ১৯৩টি সদস্য রাষ্ট্রসহ জাতিসংঘের পতাকা অর্ধনমিত করা হয়।