রামগঞ্জবাজারে বিএনপি-জামায়াতের হামলায় নিহত৫ আহত১৫০

    0
    189

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ শনিবার বিকালে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে তাণ্ডব চালিয়েছে বিএনপি-জামায়াত।নীলফামারীতে আওয়ামী লীগ সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালিয়েছে তারা। এ সময় সংঘর্ষে আওয়ামী লীগের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০।নিহতরা হলেন- ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী (৫৫), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (২৬), আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া (৪০), ছাত্রলীগ কর্মী মুরাদ হোসেন (২০) এবং জামায়াত কর্মী আবু বকর সিদ্দিক (৪২)।বিএনপি-জামায়াত কর্মীরা অন্তত ৫০টি মোটরসাইকেল, ছয়টি জিপ ও তিনটি মাইক্রোবাস জ্বালিয়ে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর শুক্রবার জামায়াত-শিবির রাজগঞ্জ বাজারে ব্যাপক সহিংসতা চালিয়েছিল। আসাদুজ্জামান নূর ক্ষয়ক্ষতি পরিদর্শনে সেখানে যাওয়ার সময় ওই হামলা চালানো হয়।এ ঘটনায় আসাদুজ্জামান নূর অক্ষত থাকলেও অন্তত ১৫০-২০০ জন আহত হয়েছেন।গুরুতর আহত লেবু মিয়া ও মুরাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল সংলগ্ন পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়ার সূত্রে জানানো হয়।এদিকে আবু বকর সিদ্দিকের পরিচয় নিশ্চিত করেছেন নীলফামারী শহর জামায়াতের আমির আল ফয়সাল আব্দুল লতিফ।নীলফামারী সদর সার্কেল এএসপি শফিউল ইসলাম সাংবাদিকদের জানান, বিকাল ৪টার দিকে জিপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে আসাদুজ্জামান ও আওয়ামী লীগ নেতাকর্মীরা রামগঞ্জ বাজারে যান।এ সময় বিএনপি ও জামায়াত কর্মীরা দেশি অস্ত্র নিয়ে গাড়ি বহরে হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। তারা অন্তত ৫০টি মোটরসাইকেল, ছয়টি জিপ ও তিনটি মাইক্রোবাস জ্বালিয়ে দেয়।সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস সেল ছুড়েছে জানা গেছে।বি এন।