রাবি শিক্ষক তাহের হত্যামামলায় ২জনের মৃত্যুদণ্ড বহাল

    0
    416

    ঢাকা, ২১ এপ্রিল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যামামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
    রোববার বিচারিক আদালতের দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এই রায় দেন।
    মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন ড. তাহেরের সহকর্মী ড. মিয়া মো. মহিউদ্দিন এবং ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম।
    ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদকে হত্যার দায়ে আরো দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত।
    আব্দুস সালাম ও নাজমুল নামে ওই দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে হাই কোর্ট।
    ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি তাহের আহমেদ নিখোঁজ হন। দুদিন পর ক্যাম্পাসে তার বাসার বাইরের নর্দমায় লাশ পাওয়া যায়।
    এ ঘটনায় তাহেরের ছেলে সানজিদ আলভী মতিহার থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক আচানুল কবির ২০০৭ সালের ১৮ মার্চ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
    তারা হলেন- ভূতত্ত্ব বিভাগের শিক্ষক মিয়া মহিউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী, তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ভাই ও ছাত্রশিবিরের কর্মী আবদুস সালাম, তাদের বাবা আজিমুদ্দীন ও সালামের আত্মীয় নাজমুল।
    জাহাঙ্গীর, নাজমুল ও আবদুস সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, কম্পিউটার, টাকা-পয়সা এবং বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাহের আহমেদকে হত্যাকাণ্ডে তাদের কাজে লাগিয়েছিলেন মিয়া মহিউদ্দিন।