রানা প্লাজা ট্রাজেডির বিচারবিভাগীয় তদন্ত দাবি বিএনপির

    0
    430

    ঢাকা, ২৬ এপ্রিল : অসহায় গার্মেন্টস শ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্যে রানা প্লাজায় ডেকে হত্যা করার অভিযোগ এনে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ঐতিহ্য সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সাভারের ধ্বংসস্তুপ থেকে লাশের পর লাশ বের করে আনা হচ্ছে। এ প্রাণহানির ঘটনা ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা এ নির্মম ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চাই।

    রানা প্লাজা ট্রাজেডির বিচারবিভাগীয় তদন্ত দাবি বিএনপির
    রানা প্লাজা ট্রাজেডির বিচারবিভাগীয় তদন্ত দাবি বিএনপির

    ঐতিহ্য সংসদের সভাপতি শেখ আবুল হোসেন মিঠুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়া, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাবেক ছাত্র নেতা রফিক শিকদার, ঐতিহ্য সংসদের নেতা শেখ নজরুল হোসেন এ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

    ঘটনার দিন ফাটল ধরা ওই ভবনে বেতন দেয়ার কথা বলে শ্রমিকদের নেয়া হয় দাবি করেন এম কে আনোয়ার।