রাত পোহালেই শ্রীমঙ্গলে ইউপি নির্বাচন উৎসব

0
440
রাত পোহালেই শ্রীমঙ্গলে ইউপি নির্বাচন উৎসব

জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ  দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বুধবার (৫ জানুয়ারি ২০২২) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারাদেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদের সাথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার-প্রচারাণা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।

সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যেই ব্যালট বাক্স কেন্দ্র গুলোতে পৌছে গেছে। তবে ব্যালট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্র গুলোতে পৌছাবে।

৯ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ৯ এবং  স্বতন্ত্র চেয়ারময়ান প্রার্থী ৩৫ সহ  মোট চেয়ারম্যান প্রার্থি ৪৪ জন। সাধারন  সদস্য ৩৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২৮ জন লড়ছেন। 

মোট কেন্দ্র ১০০ টি, ৯ টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ এতে নারী ভোটার ১,০৫৮৭৬ এক লক্ষ্য ৫ হাজার আট শত ছিয়াত্তর, পুরুষ ভোটার ১,০৮১৬৭, এক লক্ষ্য আট হাজার এক শত সাতষট্টি ।

১ নং- মির্জাপুর ইউনিয়নের নারী ভোটার ১০,১৯৪ দশ হাজার এক শত চৌরানব্বই জন ও পুরুষ ভোটার ১০,৭৩৪ দশ হাজার সাত শত চৌত্রিশ জন,  মোট ভোটার ২০ হাজার নয় শত বত্রিশ, ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, এলাকা ২৪ টি।

২ নং- ভূনবী ইউনিয়নে নারী ১২,৯৫৪ বার হাজার নয় শত চুয়ান্ন জন ভোটার  ও পুরুষ ১৩ ১৩৫, বার হাজার  এক শত চৌত্রিশ জন  ভোটার, মোট ভোটার ২৬০৮৯, চাব্বিশ হাজার উন্নব্বই জন।  কেন্দ্র সংখ্যা ১০ টি ভোটার এলাকা ১৩ টি। 

৩ নং- শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নারী ভোটার ২০,১৭০,  বিশ হাজার একশত সত্তর জন, পুরুষ ভোটার ২০,২৭২ বিশ হাজার দুই শত বাহাত্তর জন। মোট ভোটার ৪০,৪৪২ চল্লিশ চার শত বিয়াল্লিশ,   ভোট কেন্দ্রের সংখ্যা ১৫ টি, এলাকা ১৮ টি।

৪ নং- সিন্দুর খান ইউনিয়ন নারী ভোটার ১২২০৮ বার হাজার দুই শত আট জন ও পুরুষ ভোটার ১২৮১৮, বার আট শত আঠার,  মোট ভোটার ২৫০২৬ পঁচিশ হাজার ছাব্বিশ, কেন্দ্রের সংখ্যা ১২ টি, ভোটার এলাকার সংখ্যা ৫৮ টি।

৫ নং- কালারপুর ইউনিয়ন নারী ভোটার ১৩,২৯৮,  তের হাজার দুই শত আঠানব্বই জন,  পুরুষ ভোটার ১৩,৬৮৬,  তের ছয়শত ছিয়াশি। মোট ভোটার ২৬ হাজার নয় শত চৌরাআশি,  ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি,  ভোটার এলাকা ১২ টি। 

৬ নং- আশিদ্রোন ইউনিয়ন নারী ভোটার ১৫০৩৪ পনের হাজার চৌত্রিশ জন ও পুরুষ ভোটার ১৫,৫২৮ পনের হাজার পাঁচ শত আটাশ। মোট ভোটার ৩০,৫৬২, ভোট কেন্দ্রের সংখ্যা ১৪ টি ভোটার এলাকা সংখ্যা ৪২ টি।

৭ নং- রাজঘাট ইউনিয়ন নারী ভোটার ৯,৫৪৩ নয় হাজার পাঁচ শত তেতাল্লিশ, ও পুরুষ ভোটার ৯ নয় হাজা চার শত,  মোট ভোটার ১৮,৯৪৩ আটার হাজার নয় শত তেতাল্লিশ,  ভোটার কেন্দ্র ১০ টি,  ভোটার এলাকা ১০ টি।

৮ নং- কালীঘাট ইউনিয়ন নারী ভোটার ৮,০১৬ আট হাজার ষোল,  পুরুষ ভোটার ৮,১৮৬ আট হাজার এক শত ছিয়াশি, মোট ভোটার ১৬ হাজার দুই শত দুই,  ভোট কেন্দ্র ১০ টি, ভোটার এলাকা ১০ টি।

৯ নং- সাত গাঁও ইউনিয়নে নারী ভোটার ৪,৪৫৯, চার হাজার চার শত উনষাট, ও পুরুষ ভোটার ৪,৪০৮, চার হাজার চার শত আট,  মোট ভোটার ৮,৮৬৭ আট হাজার আট শত সাতষষ্টি৷ ভোট কেন্দ্র ৯ টি, ভোটার এলাকা ৯ টি।

শ্রীমঙ্গল নির্বাচন অফিসের সুত্রে জানা যায়, ৯ জন ম্যাজিস্ট্রেটসহ ৮ প্লাটুন র‍্যাব ও বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ,আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।