রাজধানীতে বাঙালিদের আগুনে বিহারিদের ৯জন নিহত

    1
    262

    আমারসিলেট24ডটকম, ১৪জুনঃবিগত রাতে পবিত্র শবেবরাতের আতশবাজিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরের কালশিতেবিহারি-বাঙালি সংঘর্ষে একই পরিবারের আটজনসহ ৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫জন শিশু। যাদের বয়স ৬ বছরের নিচে। বিহারিদের অভিযোগ, পুলিশ দ্রুত পদক্ষেপনিলে এতগুলো প্রাণহানি হতো না। তারা জড়িতদের গ্রেফতার দাবি করেছেন।
    আজশনিবার ভোরের দিকে এ ঘটনাটি ঘটে। এদিকে মিরপুর জোনের উপকমিশনার ইমতিয়াজআহমেদ জানান, মধ্য রাতের পর আতশবাজির বিস্ফোরণে অথবা ঘরে কেউ আগুন দেয়ারকারণে হতাহতের ওই ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছেন তা লাশউদ্ধারের আগে বলা যবে না বলেও জানান তিনি।
    স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র শবে বরাত উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি ফাটানোর প্রতিবাদে আজ(শনিবার) সকাল ৭টার দিকে ‘আটকেপড়া পাকিস্তানি’ হিসেবে পরিচিত বিহারিদেরসঙ্গে বাঙালিদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ বাঙালিরা বিহারিক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। এ সময় আগুনের পুড়ে ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
    এ বিষয়েআলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি জানান, দুর্বত্তরা সকালে হঠাৎ বিহারিক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতেঅন্তত ১০টি ঘর পুড়ে গেছে। আরো বেশ কয়েকটি ঘরে ভাংচুর হয়েছে। ঘটনাস্থলেঅন্তত ৯টি মৃতদেহ পড়ে রয়েছে।
    অপরদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানেপৌঁছালে এলাকাবাসীর সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করায় পুলিশটিয়ালশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টাকরছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও ঘটনাস্থলে কাজ করছে। সংঘর্ষেরকারণে কালশি ও আশপাশের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।