রাজধানীতে কড়া নিরাপত্তা, বাসগুলোতে যাত্রীর সংখ্যা কম

    0
    481

    বিএনপি জোটের ডাকা হরতালের প্রথম দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

    প্রধান সড়কগুলোতে পুলিশ-র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশের সাঁজোয়া যানও রাজপথে নিয়মিত টহল দিচ্ছে। গতকাল রোববার রাতে হরতালের কারণে নিরাপত্তা দিতে পুলিশ-র্যাবের পাশাপাশি রাস্তায় নেমেছে বিজিবি। গতকাল রাতে ঢাকায় বিজিবির ৪০টি দল টহল দিতে শুরু করে।
    এদিকে, হরতালে আতঙ্ক ছড়াতে গতকাল দুপুর থেকেই শুরু হয় যানবাহনে অগ্নিসংযোগ। রাজধানীর বিভিন্ন জায়গায় ১৫টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বাসগুলোতে যাত্রীর সংখ্যা কম। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে।
    সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ছয়টা পর্যন্ত। বিএনপির একাধিক নেতা বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর সরকার পতনের এক দফার আন্দোলনের জন্য নতুন করে কর্মসূচি দেওয়া হবে।