রবি সোমও মঙ্গলবার ৭২ঘণ্টার হরতাল বিএনপির

    0
    245

    আমার সিলেট  24 ডটকম,০৮নভেম্বরঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর রবি সোম ও মঙ্গলবার টান ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ বিকালে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পক্ষান্তরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে হরতাল দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
    আজ বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক থেকে হরতালের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে ১৮ দলীয় জোটের মহাসচিবরা আজ বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য এ কর্মসূচি। তিনি বলেন, বারবার আহ্বান জানানো সত্ত্বেও সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয়ায় আবারো কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।
    জোটের মুখপাত্র মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৮ দলের মহাসচিব পর্যায়ের এক বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশে ডা. রেদোওয়ান উল্লাহ সাহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব সালাউদ্দিন মতিন, ইসলামী ঐক্যজোটের যুগ্মমহাসচিব মুফতি মাওলানা ফজলুর রহমান, ন্যাশনাল পিপল্স পার্টির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভূইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসনাত খান ভাসানী, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আব্দুর রশিদ প্রধান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম মহাসচিব খোকন দাস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।