যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তার আহ্বান এইচআরডব্লিউর

    0
    228

    আমারসিলেট24ডটকম,২৪ডিসেম্বরঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে অংশ নেয়া যুদ্ধাপরাধের  মামলার সাক্ষীদের নিরাপত্তার  কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির এশিয়া শাখার পরিচালক ব্রাড এডামস।
    তাদের বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারই বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইতিমধ্যে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সরকারপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার গত ১০ ডিসেম্বর মারা গেছে। সরকারপক্ষের সাক্ষীর হত্যাকাণ্ডের মাধ্যমে অতীতে এ বিচারকার্যে অংশ নেয়া এবং ভবিষ্যতে অংশ নিতে যাওয়া সাক্ষীদের মধ্যে ভয়ভীতির সৃষ্টি করবে এবং এ কারণে কিছু লোক সাক্ষ্য দিতেও চাইবে না। এছাড়া, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া মোস্তফা হাওলাদারের হত্যাকাণ্ডের তদন্তেরও আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংগঠনটি।