Wednesday 2nd of December 2020 02:21:24 AM
Thursday 28th of March 2013 08:00:30 PM

যুদ্ধাপরাধীর বিচার ও জামাত নিষিদ্ধ হবেই

সাধারন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
যুদ্ধাপরাধীর বিচার ও জামাত নিষিদ্ধ হবেই

।। Muktadiur Rahman Shimul  ।। Flag

দুপুর ১ টার দিকে একটা ফোন আসলো আমার এক বড় ভাই মিরপুর গোলচত্তরে মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে সেখানেই একটি হাসপাতালে ভর্তি হয়েছে । আমি তখন টিএসসি তে কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম । তাদের বললাম আমাকে যেতে হবে কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেল বলে তারাও আমার সাথে যেতে চাইল । হাঁটতে হাঁটতে শাহবাগ মোড় পর্যন্ত এসে কিছুক্ষণ পর একটা লোকাল গাড়ি পেলাম ৪ বন্ধুই উঠে গেলাম ।হরতালের কারনে গাড়ি কম থাকায় গাড়িতে প্রচণ্ড ভির ।গরম আর ভীরের মধ্যে সিদ্ধ প্রায় । এমন সময় এক ভদ্র লোক অন্য একজনকে বলছে শেষ হয়ে গেল দেশটা । দেশে যা শুরু হয়ে হয়েছে …এমন অনেক কথা । এক সময় বলে বসলো শেখ মুজিব তো মুক্তিযুদ্ধা না । আর পারলাম না সামলাতে নিজকে । আমি একটু দূরে ছিলাম জোরে চিৎকার করলাম। ঐ খানকির পোলা বেজন্মা , তুই তো যে পাতে খাস সে পাতে পায়খানা করে চলে যাচ্ছিস । গাড়ীর অনেক লোক অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে । আমার বন্ধুরাও আমার এই কথা বলার সাথে সাথে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল । আমার একবন্ধু সেই লোকের কলার ধরার সঙ্গে সঙ্গে আমার পিছনে থাকা এক মুরব্বী আমাকে সরিয়ে ঐ লোকরে দিল একটা ঘুষি । আর চিৎকার করছে আমি মুক্তিযুদ্ধা, আমি সব সাক্ষী । তোদের মতো কুলাঙ্গারের কারনে আজও রাজাকারেরা আস্ফালন পাই ।মুক্তিযুদ্ধার সাথে ছিল তাঁর পুত্র সেও পরে চিৎকার করলো । এক সময় গাড়ীর প্রায় সমস্ত লোক এই কুলাঙ্গার রাজাকারের বাচ্চাকে গাড়ি থেকে নামিয়ে দিল কিন্তু আমার বন্ধুরা লোকটাকে ধোলায় করতে ভুল করেনি ।মুক্তিযুদ্ধা পিতাটি বলল সে গুলিস্তান থেকেই ওলটা পাল্টা কথা বলেই যাচ্ছে কেও শুনক আর না শুনুক । গাড়ীর প্রায় সব লোকই মুক্তিযুদ্ধা দিকে তাকাচ্ছে আর কেহ মুখে বলে সাপোর্ট করলো আর কেহ নিরবে মাথা ঝুকাল । সত্যি ভাই রাজাকারের জন্মারা গুটি কয়েক আমরা অনেক । এখন খুব আশায় বুক বাঁধি সাহস করে লাটি তুলে ধরো দেখবে শত্রু পক্ষ পালিয়ে গেছে । এমন ঘটনা দেশে অনেক ঘটছে আর প্রতিবাদও হচ্ছে । কারন তারা শতকরা ২/৩ জন আর আমরা ৯৭/৯৮ জন । জয় আমাদের হবেই হবে ।যুদ্ধাপরাধীর বিচার ও জামাত নিষিদ্ধ হবেই হবে । যদি কোন রাজনৈতিক দল এটা নিয়ে গেম খেলার চেষ্টা করে তবে তারাও হারিয়ে যাবে । গণ মানুষের হুংকার যে কত ভয়ঙ্কার ৭১এর পর ২০১৩ তে এসে বুঝা গেল । এর আগে ও পরে হুংকার বেশ কয়েকবার হলেও কিন্তু এমন গণ হুঙ্কার হয়নি ।আমরা হার মানতে জানিনা। আমরা অনিবার্য বিজয়ের পথে এগিয়ে চলেছি। জয় আমাদের হবেই।

জয় বাংলা। জয় জনতা। জয় গণজাগরণ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc