যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সংসদ অভিমুখে মিছিল ৩১ মার্চ

    0
    434

    Pic of gono jagoron

    ॥ আবুল কালাম আজাদ সোহাগ ॥

    যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আগামী ৩১ মার্চ জাতীয় সংসদ অভিমুখে মিছিল করবে গণজাগরণ মঞ্চ। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে দেশব্যাপী সংগৃহীত গণস্বাক্ষর স্পিকারের কাছে হস্তান্তর করবে তারা।
    মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন ডা. ইমরান এইচ সরকার। এসময় তিনি আগামী ৪ এপ্রিল সকাল ১১টায় গণজাগরণ মঞ্চসহ সারাদেশে বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন।
    ৫ এপ্রিল বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৬ এপ্রিল বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।