যশোরে শেখ হাসিনার জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

0
245

আমার সিলেট ডেস্কঃ যশোরে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জনসভাস্থল যশোর জেলা স্টেডিয়াম দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে জনসভাস্থলে মানুষজন আসা শুরু করেন।দুপুরের মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

জনসভাস্থল পেরিয়ে আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠে। উৎসবমুখর হয়ে উঠেছে পুরো শহর।
স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষার প্রহর গুনেছে লাখো জনতা। প্রত্যন্ত এলাকা থেকে আগত জনস্রোত আসে জনসভার মাঠে। দশ থেকে বারো লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটেছে পুরো যশোরে এমন ধারণা নেতাকর্মীরা।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, “শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের সার্থকতা প্রমাণ হয়েছে। ইতোমধ্যে জনসভার মাঠ ভরে গেছে।তিনি বলেন “আশা করছি, ১০ লাখের উপরে লোক এর সমাগম হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here