Wednesday 20th of January 2021 03:00:20 AM
Saturday 25th of April 2015 10:21:52 PM

যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন  

সাধারন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন   

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫এপ্রিল,এম ওসমানঃ যশোরকে বিভাগ করার দাবিতে শনিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর বিভাগ আন্দোলন পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন- জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল আলম, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এনামুল হকসহ যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যশোর একটি ঐতিহাসিক জেলা হলেও উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। যুগের পর যুগ ধরে প্রাচীনতম এই জেলাটি অবহেলার শিকার হয়ে আসছে। যশোর মহকুমা ভেঙে যে সব জেলা হয়েছে তাদের প্রভূত উন্নয়ন হয়েছে। এমনকি যশোরের এক সময়ের মহকুমা খুলনা আজ বিভাগ। সেই খুলনা বিভাগের অধীনেই যশোর একটি জেলামাত্র।

তারা আরো বলেন, যশোরে দেশের বৃহত্তম স্থলবন্দর, পদ্মার দক্ষিণে একমাত্র বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি ও সেনানিবাস, একমাত্র কেন্দ্রীয় কারাগার, শিক্ষা বোর্ডসহ বিভাগীয় বহু দফতর রয়েছে। তাই বিভাগ ঘোষণা এ অঞ্চলের প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি।

বক্তারা অবহেলিত এলাকাটির উন্নয়নে যশোরকে অবিলম্বে বিভাগ ঘোষণার দাবি জানান।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc