Sunday 20th of September 2020 07:00:24 AM
Friday 28th of December 2018 10:42:32 AM

মৌলভীবাজার-৪ঃনৌকার প্রার্থী আব্দুস শহীদের সমর্থনে গণমিছিল

রাজনীতি ডেস্ক
আমার সিলেট ২৪.কম
মৌলভীবাজার-৪ঃনৌকার প্রার্থী আব্দুস শহীদের সমর্থনে গণমিছিল

সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টারঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) অাসনে বাংলাদেশ অাওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী ড. মোঃ অাব্দুস শহীদ এমপির সমর্থনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি এক গণমিছিল ও সমাবেশের অায়োজন করে।শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্বরে বিকাল ৫ টায় শুরু হয় অনুষ্ঠানটি।
উক্ত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-৪ অাসনের বর্তমান সংসদ সদস্য,মৌলভীবাজার জেলা অাওয়ামীলীগের সাবেক সভাপতি,বর্তমান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,৫ বারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃঅাব্দুস শহীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
উক্ত গণমিছিল ও সমাবেশে অারও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারীকাপাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক,জেলা অাওয়ামীলীগের অাইন বিষয়ক সম্পাদক এডভোকেট অাজাদুর রহমান অাজাদ,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্যজোটের সভাপতি রণদীর কুমার দেব,মৌলভীবাজার জেলা অাওয়ামীলীগের সদস্য,শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম,শ্রীমঙ্গল উপজেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অাছকির মিয়া,উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান,উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক সেহজাহান সেজু,পৌর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার বেবুল,পৌর অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক,উপজেলা অাওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক এনাম হোসেন সোহেল,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাকের অাহমেদ জাকারিয়া,উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক অাহমেদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অাবু তালেব বাদশা,শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ইউসুফ অালী,উপজেলা কৃষক লীগের সভাপতি ও ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অাফজল হক,৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল,৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,২ নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেরাগ অালী,৬ নং অাশিদ্রোণ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান রাশেন্দ্র প্রাসাদ বর্ধন জহর,মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম,শ্রীমঙ্গল উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন অাহ্বায়ক ও মৌলভীবাজার-০৪ অাসনের প্রয়াত সাংসদ মরহুম ইলিয়াস অালীর ছেলে সারোয়ার জাহাম চঞ্চল,শ্রমিক লীগ নেতা ও অাশিদ্রোণ ইউনিয়নের সদস্য অারজু মিয়া,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মশুদুর রহমান মশুদ ও সাধারণ সম্পাদক রাজু দেব রিটন,পৌর ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল হোসেন সজিব ও সাধারণ সম্পাদক অাবেদ হোসেন,কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাশ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল,সাবেক ছাত্রনেতা সুজিত দাশ,পরিবহন শ্রমিক নেতা ময়না মিয়া,পরিবহন শ্রমিক নেতা শাজাহান মিয়া সহ শ্রীমঙ্গল উপজেলা অাওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে অাসনটির নৌকার প্রার্থী অাব্দুস শহীদ শ্রীমঙ্গল বাসিকে ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে অাওয়ামীলীগকে পূণরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অাহ্বান জানান।তাকে পূণরায় ষষ্ঠ বারের মতো নির্বাচিত করে সমৃদ্ধশালী শ্রীমঙ্গল-কমলগঞ্জ গড়তে সহযোগিতা করার জন্য তিনি শ্রীমঙ্গলবাসীর সহযোগিতা কামনা করেন।

গণমিছিল ও সমাবেশের  সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অাছকির মিয়া।সঞ্চালনা ও উপস্থাপনা করেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ।

অনুষ্ঠানের শেষে পেট্রোল পাম্প চত্বর থেকে বিশাল গণমিছিল বের হয়।মিছিলটি শহরের প্রধান সরকগুলি প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে শেষ হয়।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc