মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে চারা বিতরণ

0
844
মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে চারা বিতরণ

পরে বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এ‍্যাপ্লিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

মিনহাজ তানভীর: মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ আয়োজনে, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিন চারা বিতরণ ও বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এ‍্যাপ্লিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারে পালিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে চারা বিতরণ
বিভিন্ন জাতের চারা বিতরন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ মীর নাহিদ আহসান ও অন্যান্যরা। ছবি সংগৃহীত


আজ বৃহস্পতিবার (৫ আগস্ট ২০২১) সকাল সাড়ে ১১ টায় জেলা কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন জাতের চারা বিতরন ও বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এ‍্যাপ্লিকেশন কোর্সের উদ্বোধনী করা হয়। উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ মীর নাহিদ আহসান।
যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক হাসানুজ্জামান জানান,এ সময় আরও উপস্থিত ছিলেন মল্লিকা দে, উপপরিচালক স্থানীয় সরকার, তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রুমানা ইয়াসমিন,অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট, মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপজেলা নির্বাহী অফিসার , সদর এবং উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।