Thursday 1st of October 2020 06:46:57 AM
Thursday 21st of January 2016 11:36:16 PM

মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা

রাজনীতি ডেস্ক
আমার সিলেট ২৪.কম
মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জানুয়ারী সমাজ পরিবর্তনে ছাত্র মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে-কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বলেছেন,বর্তমান সমাজের সর্বত্র অনৈতিকতার ছড়াছড়ি। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বে নিয়োজিতরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

ফলে সমাজে নীতির চর্চা আজ নেই বললেই চলে। গোটা জাতি আজ নৈতিক পদস্খলনের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় ছাত্র মজলিস কর্মীদের মেধা ও নৈতিক চরিত্রের চর্চা অব্যাহত রাখার পাশাপাশি জাহেলী সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ছাত্র মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

২১ জানুয়ারি’১৬ (বৃহস্পতিবার) জেলার স্থানীয় মিলনায়তনে মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস আয়োজিত জেলার বাছাইকৃত ছাত্র মজলিস কর্মীদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপি কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফরহাদ সাইফুল্লাহর স ালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।

কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বক্তব্যে আরও বলেন, ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে

কুরআনের আলোয় আলোকিত হয়ে সকল অন্ধকার দূর করতে হবে। কুরআন-হাদীসের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে আলোকিত করার পাশাপাশি সাধারণ ছাত্র সমাজের মাঝে আদর্শের মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে। তিনি এই সভায় সংগঠনের নেতাকর্মীসহ সামর্থ্যবান ব্যক্তিদের হতদ্ররিদ্র-দু:স্থ, অসহায়, ছিন্নমুল শীতার্তদের পাশে সাধ্য অনুযায়ী ভূমিকা রাখার আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি খায়রুল ইসলাম, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সেক্রেটারি নেসার আহমদ, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক প্রমুখ।

সভায় উপজেলা নেতৃবৃন্দেও মাঝে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মনসুর আহমদ, রাজনগর উপজেলা সভাপতি মাহফুজুল হক তালুকদার, কুলাউড়া উপজেলা উত্তর সভাপতি সাইফুল ইসলাম কুতুব, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুন, কুলাউড়া পৌর সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, বড়লেখা উপজেলা সেক্রেটারি আব্দুল করিম, রাজনগর উপজেলা সেক্রেটারি আহসান উদ্দিন গিলমান, কুলাউড়া উপজেলা দক্ষিণ সেক্রেটারি নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।

দিনব্যাপী এ শিক্ষা সভা সকাল সাড়ে নয়টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। সভায় দারসে কুরআন, নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা, হাতে কলমে শিক্ষা, মুখস্থকরণ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিলো।প্রেস বিজ্ঞপ্তি


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc