Friday 14th of August 2020 01:37:22 AM
Tuesday 19th of November 2019 02:37:31 AM

মৌলভীবাজার ক্রিকেট টুনামেন্টে উত্তীর্ণ হওয়ায় অভিনন্দ

সাধারন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
মৌলভীবাজার ক্রিকেট টুনামেন্টে উত্তীর্ণ হওয়ায় অভিনন্দ

বদরুল মনসুর: মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দুলাল স্মৃতি সি পি এম এর টুনামেন্টে গত ১৬ নভেম্বরের ম্যাচে বিশাল ব্যবধানে জয় লাভ করে মৌলভীবাজার ৬ নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স লাল দল কোয়াটার ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব লাভ করেছে।
টিমকে উৎসাহ উদ্দীপনা যোগাতে খেলার মাঠে উপস্থিত ছিলেন ৬ নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান ও চেম্বার এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবু সুফিয়ান. উপদেষ্টা মনিরুল ইসলাম ইমন. আলিম উদ্দিন হালিম. মুজিবুর রহমান মুজিব আজিজুল হক সেলিম. শামীম আহমদ, সিতার আহমদ. আলিম আহমেদ ,৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের সভাপতি সিদ্দিকুর এম রহমান. সাধারন সম্পাদক আতাউর রহমান ফয়েজ.সহ সাধারন সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর উপদেষ্টা আলিম উদ্দিন হালিম. মুজিবুর রহমান মুজিব আজিজুল হক সেলিম. আলিম আহমেদ ,রনজুল আহমেদ.শাওন আহমেদ. জুবেল খান. সাহাদ আহমেদ. আজিজুল হক সেলিম. মোহাম্মদ কামাল মনসুর. আলিম আহমেদ,সিতার আহমদ, রনজুল আহমেদ.শাওন আহমদ সাহাদ আহমেদ, বেলাল আহমেদ, রুবেল আহমদ,রাজুল জামান. কোষাধ্যক্ষ রাজন মিয়া. সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম. প্রচার সম্পাদক সাহান আহমেদ. দপ্তর সম্পাদক রুমন আহমেদ. সহ সভাপতি সাজু আহমেদ সহ সভাপতি সুমন আহমেদ. সহ সভাপতিসৈয়দ নাজমুল. সহ সভাপতি মুজাহিদ আহমেদ. সহ সাধারন সম্পাদক মির্জা আহমেদ. সহ সাধারন সম্পাদক রিপন আহমেদ. মুজিবুর রহমান মুজিব, আলিম আহমেদ,সিতার আহমদ,সাহাদ আহমেদ, বেলাল আহমেদ, রুবেল আহমদ,রাজুল জামান সহ মাঠে এসে খেলা দেখে টিমকে উৎসাহ প্রদান করেছেন সব কর্মকর্তা সব সদস্যবৃন্দ।
এদিকে ৬নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব মৌলভীবাজার অন্যতম উপদেষ্টা ও একাটুনা ইউনিয়ন ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রজেক্ট চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দন বার্তায় সি পিএ ইউ সিক্সকে ধারাবাহিক সাফল্যের সংবাদে প্রবাসী ইউনিয়নবাসীর পক্ষ থেকে সকল খেলোয়াড় কোচ ম্যানেজার সহ কমিটির উপদেষ্টামন্ডলী ও কর্মকর্তা সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন আমার শৈশব- কৈশোর ও যৌবনের অনেক স্মৃতিময় গৌরবউজ্জ্বল ফেলে আসা অতীত আমার প্রাণের জন্মমাটির একটি প্রিয় সংগঠন মৌলভীবাজার ৬ নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের (সিপিএ ইউ সিক্স) CPA – u6 কোয়াটার ফাইনালে জয়ের অগ্রযাত্রায় আমরা গর্বিত; একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন CPA – u6 যেনো দুলাল স্মৃতি সি পি এম এর টুনামেন্টে ফাইনালে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন এগিয়ে চলো একাটুনা ইউনিয়নবাসী মৌলভীবাজার জেলার খেলার ময়দানে ;জয়ের মালা পড়বে গলায় তুমরা বিজয়ের আনন্দে.শুভ কামনা রহিলো অনবরত প্রবাসের উঠান থেকে।
এখানে উল্লেখ্য যে. সিপি এ ইউ সিক্স এর সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি আতাউর রহমান ফয়েজ এবং সম্মানিত উপদেষ্টাবৃন্দ সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সকল ক্রিকেটারদের অক্লান্ত পরিশ্রমে ও দেশ ও প্রবাসের অনেকেরই অনুদানে আজ একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন এতদুর অগ্রসর হচ্ছে।
ইতিমধ্যে ই হিউ সিক্স একাটুনা ইউনিয়নবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ ও আল আমানা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মৌলভীবাজার ৬ নং একাটুনা ইউনিয়ন ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন সিপিএ ইউ সিক্সকে জার্সি প্রদান করা হয়েছে।।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc